বৃহস্পতিবার ২৩ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

TheArcArt

রাজ্য | ব্যাঙ্কের লাইনে আর সময় নষ্ট করতে হবে না, মুর্শিদাবাদে পুলিশকর্মীদের জন্য চালু নতুন ব্যবস্থা 

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ০৬ ডিসেম্বর ২০২৪ ১৬ : ৩৮Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: পরিবারের পরিজনের চিকিৎসা, বাড়ি তৈরি বা সন্তানের উচ্চশিক্ষার অর্থ জোগাতে মুর্শিদাবাদের জঙ্গিপুরে কর্মরত পুলিশের যে কোনও স্তরের কর্মীকে আর ব্যাঙ্কে গিয়ে ঋণ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করতে হবে না। শুক্রবার থেকে চালু জেলার পুলিশকর্মীদের জন্য চালু হল নতুন ব্যবস্থা। 
 
জঙ্গিপুরের পুলিশ সুপার আনন্দ রায়ের উদ্যোগে শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করল 'জঙ্গিপুর পুলিশ জেলা এমপ্লয়িজ ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড'। এই সমবায় ব্যাঙ্কের উদ্বোধন করেন পুলিশ সুপার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ নাসিম-সহ পুলিশ জেলার সমস্ত শীর্ষ আধিকারিকেরা। পুলিশ সুপার এ দিন নিজে এই ব্যাঙ্কের সদস্যপদ গ্রহণ করেন। 

দীর্ঘদিন ধরেই জঙ্গিপুর পুলিশ জেলার বিভিন্ন থানাতে কর্মরত বিভিন্ন স্তরের পুলিশকর্মীদের জন্য এই সমবায় ব্যাঙ্ক চালু করার পরিকল্পনা চলছিল। পুলিশ কর্মীরাই এখন থেকে এই ব্যাঙ্কের দৈনন্দিন কাজকর্ম চালাবেন বলে জানা গিয়েছে। 
 
পুলিশ সুপার জানান, "ব্যাঙ্কের পথ চলার শুরুতেই প্রায় ৭০০ কর্মী সদস্যপদ গ্রহণ করেছেন। আরও প্রায় ৩০০ কর্মীর সদস্যপদ দ্রুত অনুমোদন করা হবে। এই ব্যাঙ্ক থেকে পুলিশকর্মীরা বাণিজ্যিক ব্যাঙ্কের থেকে কম সুদে ঋণ পাবেন।"
 
তিনি আরও বলেন, "নতুন শুরু হওয়া এই ব্যাঙ্কে মূলধন কম থাকায় এখন কেউ ঋণ নিতে চাইলে সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক থেকে সেই টাকা অনুমোদন করা হবে। বছর খানেকের মধ্যে আমাদের সদস্যদের টাকা জমা পড়ে এই ব্যাঙ্কের মূলধন বেড়ে উঠলে আর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক থেকে ঋণ দেওয়ার প্রয়োজন হবে না।"
  
নিজেদের জন্য সমবায় ব্যাঙ্ক  চালু হওয়ায় খুশির সকল স্তরের পুলিশকর্মীরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত একাধিক পুলিশকর্মী জানান, মুর্শিদাবাদে 'জঙ্গিপুর পুলিশ জেলা' দীর্ঘদিন আগে পথ চলা শুরু করলেও এত দিন এখানকার পুলিশকর্মীদের জন্য আলাদা করে কোনও সমবায় ব্যাঙ্ক ছিল না। ফলে ঋণের আবেদন মঞ্জুর করানোর জন্য বার বার ব্যাঙ্কের দরজায় ঘুরতে হত। পুলিশের নিজস্ব ব্যাঙ্ক চালু হওয়াতে এখন আর সেই সমস্যা রইলো না। সকল স্তরের পুলিশ কর্মীরা এর ফলে উপকৃত হবেন।


#Cooperative Bank#Jangipur#Murshidabad



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

রুপোর পর ব্রোঞ্জ, উপহার হিসেবে কাজল শেখ পেলেন বিশ কেজির সিংহ মুকুট ...

জঙ্গলে ঢুকতে পর্যটকদের থেকে নেওয়া যাবে না বাড়তি ‘ফি’, অভিযোগ পেয়েই সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, ক্ষোভ পোস্টারের ভাষা ন...

সাধারণের সঙ্গে সমন্বয় সুদৃঢ় করতে গ্রামে গ্রামে 'ড্রপবক্স', অভিনব উদ্যোগ পোলবা থানার...

ভাড়া নিয়ে গন্ডগোল, মালদায় খুন টোটোচালক

'যেখানে সম্মান নেই, সেখানে থেকে কী লাভ?' বিজেপি ছাড়ার জল্পনা সত্যি করে মন্তব্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর...

আলিপুরদুয়ারে পৌঁছলেন মুখ্যমন্ত্রী, বুধ-বৃহস্পতিতে প্রশাসনিক বৈঠক থেকে সরকারি সুবিধা প্রদানের অনুষ্ঠান ...

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া দিতে জোর তৎপরতা, জমি নিয়ে প্রশাসনিক বৈঠক বিএসএফ ও স্থানীয় প্রশাসনের ...

কোচবিহারের চ্যাংরাবান্ধা স্থলবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্ক ছড়াল এলাকায় ...

পরপর মুণ্ডহীন মহিলার দেহ, পিছনে তন্ত্র সাধনা নাকি অন্যকিছু? সন্ধান চালাচ্ছে পুলিশ ...

সরকারি আধিকারিকের সই-সিল জাল করে মাদ্রাসায় শিক্ষক নিয়োগে প্রতারণার অভিযোগ, দায়ের এফআইআর...

বাড়ি ফিরছেন খো খো বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য সুমন, আনন্দ যেন থমকে শুধু চুঁচুড়াতেই...

রেলের পরিত্যক্ত গুদামে অগ্নিকাণ্ড, ছড়াল চাঞ্চল্য ...

অভাব সক্রিয় সদস্যের, কোচবিহারে বুথ কমিটি গড়তে সমস্যায় বিজেপি ...

পেনশন না পেয়ে অবস্থান বিক্ষোভ পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের...

১২ দিন নিখোঁজ থাকার পর নাবালিকার দেহ উদ্ধারে তুমুল চাঞ্চল্য বাসন্তীতে ...



সোশ্যাল মিডিয়া



12 24