মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

TheArcArt

রাজ্য | ব্যাঙ্কের লাইনে আর সময় নষ্ট করতে হবে না, মুর্শিদাবাদে পুলিশকর্মীদের জন্য চালু নতুন ব্যবস্থা 

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ০৬ ডিসেম্বর ২০২৪ ১৬ : ৩৮Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: পরিবারের পরিজনের চিকিৎসা, বাড়ি তৈরি বা সন্তানের উচ্চশিক্ষার অর্থ জোগাতে মুর্শিদাবাদের জঙ্গিপুরে কর্মরত পুলিশের যে কোনও স্তরের কর্মীকে আর ব্যাঙ্কে গিয়ে ঋণ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করতে হবে না। শুক্রবার থেকে চালু জেলার পুলিশকর্মীদের জন্য চালু হল নতুন ব্যবস্থা। 
 
জঙ্গিপুরের পুলিশ সুপার আনন্দ রায়ের উদ্যোগে শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করল 'জঙ্গিপুর পুলিশ জেলা এমপ্লয়িজ ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড'। এই সমবায় ব্যাঙ্কের উদ্বোধন করেন পুলিশ সুপার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ নাসিম-সহ পুলিশ জেলার সমস্ত শীর্ষ আধিকারিকেরা। পুলিশ সুপার এ দিন নিজে এই ব্যাঙ্কের সদস্যপদ গ্রহণ করেন। 

দীর্ঘদিন ধরেই জঙ্গিপুর পুলিশ জেলার বিভিন্ন থানাতে কর্মরত বিভিন্ন স্তরের পুলিশকর্মীদের জন্য এই সমবায় ব্যাঙ্ক চালু করার পরিকল্পনা চলছিল। পুলিশ কর্মীরাই এখন থেকে এই ব্যাঙ্কের দৈনন্দিন কাজকর্ম চালাবেন বলে জানা গিয়েছে। 
 
পুলিশ সুপার জানান, "ব্যাঙ্কের পথ চলার শুরুতেই প্রায় ৭০০ কর্মী সদস্যপদ গ্রহণ করেছেন। আরও প্রায় ৩০০ কর্মীর সদস্যপদ দ্রুত অনুমোদন করা হবে। এই ব্যাঙ্ক থেকে পুলিশকর্মীরা বাণিজ্যিক ব্যাঙ্কের থেকে কম সুদে ঋণ পাবেন।"
 
তিনি আরও বলেন, "নতুন শুরু হওয়া এই ব্যাঙ্কে মূলধন কম থাকায় এখন কেউ ঋণ নিতে চাইলে সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক থেকে সেই টাকা অনুমোদন করা হবে। বছর খানেকের মধ্যে আমাদের সদস্যদের টাকা জমা পড়ে এই ব্যাঙ্কের মূলধন বেড়ে উঠলে আর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক থেকে ঋণ দেওয়ার প্রয়োজন হবে না।"
  
নিজেদের জন্য সমবায় ব্যাঙ্ক  চালু হওয়ায় খুশির সকল স্তরের পুলিশকর্মীরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত একাধিক পুলিশকর্মী জানান, মুর্শিদাবাদে 'জঙ্গিপুর পুলিশ জেলা' দীর্ঘদিন আগে পথ চলা শুরু করলেও এত দিন এখানকার পুলিশকর্মীদের জন্য আলাদা করে কোনও সমবায় ব্যাঙ্ক ছিল না। ফলে ঋণের আবেদন মঞ্জুর করানোর জন্য বার বার ব্যাঙ্কের দরজায় ঘুরতে হত। পুলিশের নিজস্ব ব্যাঙ্ক চালু হওয়াতে এখন আর সেই সমস্যা রইলো না। সকল স্তরের পুলিশ কর্মীরা এর ফলে উপকৃত হবেন।


Cooperative BankJangipurMurshidabad

নানান খবর

নানান খবর

শুকনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির খুনের রহস্যের কিনারা, খোঁজ মিলল খোয়া যাওয়া গয়নারও

থানার আধিকারিকের সই জাল করে ভুয়ো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার

ভুটান সীমান্তের শহর চামুর্চীর হাট সংস্কারের উদ্যোগ নিল রাজ্য সরকার

মুর্শিদাবাদ হিংসার তদন্তে বড় সাফল্য রাজ্য পুলিশের, ওড়িশা থেকে গ্রেপ্তার ছয় জন

দলের মিছিল থেকে বেরিয়ে গিয়েই বিধায়ক মিহির গোস্বামীর উপর ক্ষোভ উগরে তৃণমূলে যোগ বিজেপির মহিলা মোর্চার নেত্রীর

মমতা প্রশাসনেই আস্থা ধুলিয়ানবাসীর, বাড়ি ফিরলেন সমস্ত ঘরছাড়ারা, বন্ধ মালদহের ত্রাণ শিবির

মন্দির উদ্বোধনের আগেই দিঘার সমুদ্রে ভেসে এলেন জগন্নাথ দেব, সৈকতনগরী জুড়ে চাঞ্চল্য

নৃশংস, দোকানে ঢুকে নাবালকের গায়ে ফুটন্ত দুধ ঢেলে দিলেন বিজেপি নেতা! বর্ধমানে হইহই কাণ্ড

বিনামূল্যে চেক-আপ করালেন সাধারণ মানুষ, সাংসদ রচনা ব্যানার্জির উদ্যোগে আয়োজিত হল স্বাস্থ্য শিবির

একাই হয়ে দাঁড়িয়েছিল মাথাব্যথার কারণ, পুলিশের জালে কুখ্যাত বাইক চোর ‘বালুসা’

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল!‌ তা নিয়ে দু’‌পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

সোশ্যাল মিডিয়া